তরুণ অভিনেত্রী সিমরাত কৌর ক্যারিয়ারের শুরুতেই নানা কারণে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। চলতি বছর অবশ্য ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট উপহার দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত।

১৯৯৭ সালে মুম্বাইতে জন্ম সিমরাত কৌরের। মুম্বাইয়ের মেয়ে হলেও তিনি ক্যারিয়ার শুরু করেন দক্ষিণি সিনেমা দিয়ে

ক্যারিয়ারের শুরুর দিকে বি গ্রেডের একটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন, তবে শুরুর সমালোচনা এড়িয়ে ঘুরে দাঁড়াতেও সময় লাগেনি, চলতি বছর সিমরাতের ক্যারিয়ারের গতিপথ বদলে যায় অনীল শর্মার ‘গদার টু’ দিয়ে। গত ১১ আগস্ট মুক্তির পর বক্স অফিস থেকে ছবিটি প্রায় ৭০০ কোটি রুপি আয় করে। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সিমরাত, 

‘গদার টু’র সাফল্যের পর সিমরাতকে নিয়ে পরিচালক, প্রযোজকদের আগ্রহ বেড়েছে। এর মধ্যে নতুন বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি